আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের শালদহ গ্রামে নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে ইলিয়াস হােসেন (৩০) নামের এক যুবক কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। আহত ইলিয়াসকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ইলিয়াস শালদহ গ্রামের বিলপাড়ার ইউনুস আলীর ছেলে। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত ৩ মাস পূর্বে শালদহ গ্রামের এক নারীর সাথে ইলিয়াসের অবৈধ সম্পর্কের অভিযোগ উঠে। সে থেকে ইলিয়াস পালিয়ে ছিলেন। শুক্রবার রাতে সে বাড়ি ফিরলে,পার্শ্ববর্তি চাঁদপুর গ্রামের ইউসুফ আলীসহ তার লােকজন ইলিয়াসকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।