নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মেহেরপুর জেলা পুলিশের বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় মিলনাতনে এ বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ রাফিউল আলমের সভাপতিত্বে বিশেষ অপরাধ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক। বিপিএম(বার), পিপিএম। বিশেষ অপরাধ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ জামিরুল ইসলাম,( সার্কেল) আজমল হোসেন।
সভায় মেহেরপুর জেলার বিভিন্ন থানার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম(বার), পিপিএম মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এসে এসে পৌঁছালে মেহেরপুর পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, বিপিএম(বার), পিপিএম সালাম গ্রহণ করেন। পুলিশ সুপার মোঃ রাফিউল আলম এ সময় তার সাথে ছিলেন।