Home » গাংনী উপজেলায় বোমা রেখে ফাঁসাতে গিয়ে দুটি হাতবোমাসহ আটক দুই জন

গাংনী উপজেলায় বোমা রেখে ফাঁসাতে গিয়ে দুটি হাতবোমাসহ আটক দুই জন

কর্তৃক xVS2UqarHx07
135 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে গ্রাম্য কোন্দলের জেরে বোমা রেখে অন্য জনকে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন দুই দু:স্কৃতিকারী।
এরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামের ডোবা পাড়া এলাকার মাছাদ মন্ডলের ছেলে জিয়ারুল ইসলাম (৩৮) ও জার্মান আলীর ছেলে জহির উদ্দিন (৫৮)।
এসময় তাদের স্বীকারোক্তি মোতাবেক গোলাম রসুলের বাড়ির পিছনের পোঁয়াল গাঁদা খেকে প্লাস্টিকের ব্যাগে ভর্তি দুই টি হাতবোমা উদ্ধার করে পুলিশ।

গাংনী থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, গ্রাম্য কোন্দলের জের ধরে জিয়ারুল ইসলাম ও জহির উদ্দিন লাল কসটেপ মোড়ানো দুই টি হাত বোমা গোলাম রসুলের বাড়ির পেছনের একটি পোঁয়ালের গাঁদায় রেখে দেন। পরে গাংনী থানা পুলিশের কাছে খবর দেন। ঘটনাটি পুলিশের কাছে সন্দেহ হলে রাত ২ টার দিকে গাংনী থানা পউলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করেন। থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করেন গোলাম রসুলকে ফাঁসাতে বোমা দুটি তারা নিজেরাই রেখেছিলেন।

এসআই আব্দুর রাজ্জাক বলেন বোমার সাথে ১০ গ্রাম লোহার পেরেক, ২ টি ম্যাচ, ১০ টুকরো কাচ জব্দ করা হয়েছে।

এঘটনায় ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলী আইনের ৪/৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩১, তারিখ ২৪/০১/২০২৩ আটকদের আজ মঙ্গলবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন