Home » মেহেরপুরে অভিযান চালিয়ে একটি বেকারিতে ৫০ হাজার টাকা জরিমানা ও অস্বাস্থ্যকর খাবার পুড়িয়ে বিনষ্ট

মেহেরপুরে অভিযান চালিয়ে একটি বেকারিতে ৫০ হাজার টাকা জরিমানা ও অস্বাস্থ্যকর খাবার পুড়িয়ে বিনষ্ট

কর্তৃক xVS2UqarHx07
120 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, খাবারে নিষিদ্ধ উপাদান মেশানো ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় মেহেরপুরের একটি বেকারিতে ৫০ হাজার টাকা জরিমানা ও অস্বাস্থ্যকর খাবার পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বুধবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়।

মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশ, খাবারে নিষিদ্ধ উপাদান মেশানো ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় মেহেরপুর শহরের আদি বোম্বে ফ্যাক্টারির মালিকের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমান আদায় করা হয়। একই সাথে ও অস্বাস্থ্যকর খাবার পুড়িয়ে ফেলা হয়। তিনি আরো জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় এই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

অভিযান কালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) তারিকুল ইসলাম এবং গাংনী র‍্যাব-১২ একটি টিম সেখানে উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন