আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের মুজিবনগর পুলিশের মাদক বিরোধী অভিযানে সেলিমুদ্দিন ও জামাল ওরফে মলম নামপর ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালের দিকে এ অভিযান চালানো হয়। আটক সেলিমুদ্দিন মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মোশাররফ হোসেনের ছেলে এবং জামাল ওরফে মলম বাগোয়ান মোল্লাপাড়ার আব্দুল জলিল শেখের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ক্যাম্পের একটি দল আনন্দবাস গ্রামে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৫ গ্রাম হেরোনের উদ্ধার করে। এ ঘটনায় মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা বের করা হয়েছে।