সহকারী বার্তা সম্পাদক শাহিন আহমেদ:
গাংনী উপজেলা কৃষকলীগের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাংনী বাসস্ট্যান্ডে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হাচিব। উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি মহাবুব আলম শান্তি। জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনের উদ্বোধনে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, গাংনী পৌরসভা মেয়র আহম্মেদ আলী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পানু ও ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক
শাহিনুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।