আমঝুপি অফিস:
মেহেরপুর জেলায় এবার জনপ্রতি সাদকাতুল ফিতরা নির্ধারণ করা হয়েছে ১শ টাকা। সোমবার মেহেরপুর জেলা ওলামা পরিষদের উদ্যোগে দারুল উলুম নূরানী মাদ্রাসা মিলনায়তনে জেলা ওলামা পরিষদ, ইমাম পরিষদ ও পৌর ইমাম পরিষদের সদস্যদের সাথে আলোচনা সভা শেষে জন প্রতি ১শ টাকা ফিতরা নির্ধারণ করা হয়।
মেহেরপুর জেলা ওলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি খাদিমুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে মাও, ইয়ারুল ইসলাম, মাও শাহ আলম,মুফতি সাদেকুর রহমান,মুফতি আবু বক্কর সিদ্দিক,মাও খাইরুল বাশার,মাও জাবের হুসাইন মাও,ইলিয়াস হোসেন, মাও, হাসানুজ্জামান,মুফতি আব্দুল্লাহ আল মামুন, মাও গোলাম কিবরিয়া,মুফতি হোসাইন আহমেদ, মাও তরিকুল ইসলাম, মাও ওমর ফারুক,মাও আলামিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় চলমান বাজার যাজাই পূর্বক আটার দাম ৬০ টাকা হিসেবে ( আধা সা) ১ কেজি ৬ শত ৫০ গ্রাম ধরে এ বছর সাতকাতুল ফিতরা ১শ টাকা নির্ধারণ করা হয় ও যাকাতের নিছাব রুপা ১১ শ টাকা ধরে ৫২ তোলা হিসাবে ( ভগ্নাংশ বাদে) ৫৮ হাজার টাকা নির্ধারণ করা হয়। তবে অপেক্ষাকৃত ধনীরা আটা ব্যতীত খেজুর ও কিসমিস দ্বারা সাদকাতুল ফিতরা আদায় করা উচিত। মধ্যম দামের খেজুর ৩শ টাকা দরে (১ সা) ৩ কেজি ৩ শ গ্রাম, যার বাজার মূল্য ১ হাজার টাকা এবং কিসমিস যার বাজার মূল্য ১৫শ টাকা।আলোচনা সভায় একই সাথে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওলামা পরিষদের সাথে ভার্চুয়ালি আলোচনা শেষে মেহেরপুরে ন্যায় চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়াতে ১০০ টাকা ফিতরা ধার্য করা হয়।