নিজস্ব প্রতিবেদক:
সদ্য নিয়োগ প্রাপ্ত মেহেরপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আজিজুল ইসলাম মেহেরপুরে পৌঁছেছেন।
আজ রবিবার (২ এপ্রিল -২০২৩) দুপুরের দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম এবং তার পরিবারের সদস্যরা মেহেরপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নিউজা-উল জান্নাহ,মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-হেল কাফি, রনি খাতুন, গোলাম রাব্বানী, রিফাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।