নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের হিজলবাড়ীয়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তামাক পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত সন্ধ্যারাতে হিজলবাড়ীয়া গ্রামের মােল্লাপাড়ার বিজয় কুমার দাশের তামাক ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিজয় কুমারের পরিবারের লােকজন বাড়ির পাশে আগুনের মাধ্যমে তামাকপাতা তাপাচ্ছিলেন। হঠাৎ তামাক ঘরের পাইপলাইন থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় স্থানীয় লােকজন ছুটে এসে আগুন নেভানাের চেষ্টা করে। সেই সাথে বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানাের আগেই তামাক ঘরে সাজিয়ে রাখা পুরাে তামাক পুড়ে ছাই হয়ে যায়।