সহকারী বার্তা সম্পাদক শাহিন আহমেদ:
গাংনী চেংগাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে আশকার আলী (৪৫) নামের একজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। আহত আশকার আলী চেংগাড়া গ্রামের মৃত দিদার বক্সর ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ,গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান দাউদ হোসন পবিবারের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল । এ বিরোধে দাউদ হোসেনের পক্ষ নেয় চেংগাড়া গ্রামের জাতীয় পার্টির নেতা মোহাম্মদ মিন্টু।
আজ বৃহস্পতিবার দুপুরে আশকার আলী দৈনন্দিন কাজ শেষে ,চেংগাড়া বাজারে একটি চায়ের দোকান থেকে পানি খেয়ে বের হচ্ছিলেন। এসময় মোহাম্মদ মিন্টু ধারালো দা নিয়ে তার উপরে আক্রমন করে। প্রাকাশ্যে দিবালোকে তার মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। এতে রক্তাত্ব অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আশকার আলী। স্থানীয়রা তাকে উন্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেন চিকিৎসকরা।
এদিকে ঘটনাস্থলে অনেক মানুষের সামনে মহাম্মদ মিন্টু ধারালো অস্ত্র দিয়ে আশকারকে কোপ দিলেও কেউ প্রতিবাদ করেনি। মহাম্মদ মিন্টুর ভয়ে চেংগাড়া গ্রামের কেউ মুখ খোলেনা বলে জানালেন অনেকে।
চিকিৎসক জানান, ধারালো অস্ত্রের আঘাতে আশকার আলীর মাথায় গুরুতর ক্ষত হয়েছে। যা গাংনী হাসপাতালে চিকিৎসা সম্ভব না। তাই উন্নত চিকিৎসকার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তঅ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।