নিজস্ব প্রতিবেদক:
সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে মেহেরপুর সদর থানা পুলিশের সচেতনতামূলক প্রচার প্রচারণা কর্মসূচি । বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা আমঝুপি, রাজনগর এবং বাড়াদী এলাকায় প্রচারণা চালানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেনের নেতৃত্বে প্রচারনামূলক অভিযানে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের হেলমেট পরার বিষয়ে সচেতন করা হয়। এসময় তিনি বলেন, ‘এ এলাকায় দুর্ঘটনা প্রবণ এলাকা দীর্ঘদিন ধরে সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে। এতে বেশির ভাগ ক্ষেত্রে চালকদের দোষ থাকলেও সাধারণ মানুষেরও অনেক দায়িত্ব রয়েছে। সবাইকে সচেতন করতেই আমরা এ কর্মসূচি পালন করছি।
প্রচার প্রচারণা কর্মসূচিতে সদর থানার ওসি সাইফুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর ফেরদৌস হোসেন, সার্জেন্ট মুখলেছু রহমানসহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।