Home » মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতে দুটি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতে দুটি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
164 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচানলা করে দুটি গ্যাস সিলিন্ডারের দোকানে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
আজ রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নিবাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল এই আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মেহেরপুর শহরের বিভিন্ন গ্যাসের দোকানে অভিযান পরিচালনা করে অরক্ষিত অবস্থায় গ্যাস সিলিন্ডার রাখার অপরাধে শহরের লর্ড মার্কেটে সবুজ ট্রেডার্সের ১০ হাজার টাকা ও বড় বাজারের আগরওয়ালা ট্রেডার্সে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোলাম রাব্বানী সোহেল জানান, বিস্ফোরণ আইন ১৮৮৪ সালের ৫ এর ১ ও ঘ ধারা লঙ্ঘন কয়ার ওই দুটি গ্যাস সিলিন্ডার ব্যবসা প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমান আদায়া করা হয়। এসময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্তক করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন