মেহেরপুর প্রতিনিধি:
উম্মুল ক্বোরা বালক ও বালিকা মেহেরপুরের ইসলামিক সাংস্কৃতিক সন্ধা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর শহরের মন্ডলপাড়ায় কানন সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর পরিবেশনায় এই সাংস্কৃতিক সন্ধ্যা ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক সন্ধ্যা ও ওয়াজ মাহফিলে মক্কা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী দেওয়ান আলিমুজ্জামান রিমনের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ তাজউদ্দিন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মারুফ আহমেদ বিজন, স্বাগত বক্তব্য রাখেন উম্মুল ক্বোরা বালক ও বালিকা মেহেরপুর এর অধ্যক্ষ হাফেজ আব্দুস সামাদ।