Home » মেহেরপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন শোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন

মেহেরপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন শোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন

কর্তৃক xVS2UqarHx07
24 ভিউজ

 

মেহেরপুর প্রতিনিধি:

 

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকায় মেহেরপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন শোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

 

বুধবার দুফুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকায় ফাইনাল খেলায় শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে গাংনী উপজেলা চ্যাম্পিয়ন নওদা মটমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শুরুর এক মিনিটের মাথায় রিজিয়া জয়সুচক গোলটি করেন। রিজিয়া সর্বোচ্চ গোলদাতা এবং আনিকা সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এর আগে পুলিশ সুপার মাকসুদ আক্তার খানম ফাইনাল খেলার উদ্বোধন করেন। এ সময় তিনি খেলোয়ারদের সঙ্গে পরিচিত হন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন