আমঝুপি অফিস:
শহিদ তারিক ট্রাস্ট , মেহেরপুর বাসীর জন্য সুখবর।
শহিদ তারিক ট্রাস্ট (Shohid Tariq Trust) একটি অলাভজনক, সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান যা মানুষের কল্যাণে নিবেদিত। আমরা বিশ্বাস করি, মানবসেবার মাধ্যমে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্যে আমরা ২০১৫ সালে যাত্রা শুরু করি।
আমাদের প্রধান লক্ষ্য হলো:
✔️ অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো।
✔️ শিক্ষার প্রসার ও সচেতনতা বৃদ্ধি করা।
✔️ স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা প্রদান।
✔️ দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রম পরিচালনা।
✔️ সমাজে নৈতিক মূল্যবোধ ও মানবিকতার চর্চা বৃদ্ধি করা।
✔️ আমাদের সমস্ত কার্যক্রমের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ্র সন্তুষ্টি অর্জন এবং
✔️ মানবকল্যাণে অবদান রাখা।
আপনার সহযোগিতা আমাদের উদ্যোগকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। আসুন, একসাথে কাজ করি একটি উন্নত ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে।
যোগাযোগ করুন এবং আমাদের যাত্রায় শামিল হোন।