মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশের শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের ছাদবাগান মঞ্চে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মহিউদ্দীন আহমেদ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রনি আলম নুর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ,পুলিশ পরিদর্শক বজলুর রহমান,টিটিসি অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার।
অনুষ্ঠানে মূল প্রতিপাদ্যের উপর বক্তব্য রাখেন ড. গাজী রহমান, ময়েজ উদ্দীন,বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আশিক রাব্বি।অন্যদের মধ্যে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সহিদুল ইসলাম,ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির প্রমূখ উপস্থিত ছিলেন।