Home » গাংনীতে টিসিবির কার্ডের  টাকা না দেওয়ায় ভ্যান চালকের মাথা ফাটানোর অভিযোগ।

গাংনীতে টিসিবির কার্ডের  টাকা না দেওয়ায় ভ্যান চালকের মাথা ফাটানোর অভিযোগ।

কর্তৃক xVS2UqarHx07
23 ভিউজ

 

গাংনী  প্রতিনিধি:

 

মেহেরপুরের গাংনীতে টিসিবি কার্ড অনলাইন করতে দাবিকৃত ঘুষের টাকা না দেওয়ায় আরিফ হোসেন (৪৩) নামের এক ভ্যান চালককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাতারার ইন্দনে তার ক্যাডার বাহিনীর সদস্যরা এ ঘটনা ঘটায় বলে অভিযোগ করেন তিনি।

শনিবার দুপুরে টিসিবি কার্ড অনলাইন করতে গেলে সাহারবাটি ইউনিয়ন পরিষদ কার্যালয় (হিজলবাড়িয়া গ্রাম) চত্তরে এ ঘটনা ঘটে। আহত ভ্যান চালক আরিফ হোসেন জোড়পুকুরিয়া ঈদগাঁ পাড়ার রেজাউল হকের ছেলে।

এর আগে প্যানেল চেয়ারম্যান আসমাতারার বিরুদ্ধে সেচ্ছাচারিতা ও স্বজনপৃতী সহ নানা অভিযোগ তুলে তার প্রতি অনাস্থা জানিয়ে অপসারন পূর্বক প্যানেল চেয়ারম্যান (২) মহিবুল ইসলামকে দায়িত্ব দেওয়ার জন্য গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছে ইউপি সদস্যরা।

আহত ভ্যান চালক আরিফ হোসেন দুপুরে সাংবাদিকদের বলেন,তিনি টিসিবির কার্ড অনলাইন করার জন্য সাহারবাটি ইউনিয়ন পরিষদ কার্যালয় (হিজলবাড়িয়া গ্রাম) যায়। এরপর কার্ড জমা দেওয়ার সময় ১শত টাকা উৎকোচ দাবি করে। টাকা কেন দিতে হবে জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান আসমাতারার ইন্দনে তার ক্যাডার বাহিনীর সদস্যরা লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে ফাটিয়ে দেয়। এছাড়া শরীরের বিভিণ্ন স্থানে বেধড়ক মারপিট করে।

এদিকে আহত ভ্যান চালক আরিফ হোসেন বিকাল সাড়ে চারটায় মোবাইল ফোনে সাংবাদিকদের জানায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য বাড়ি থেকে জোড়পুকুর বাজারে পৌছালে কয়েকজন লোক তাকে আটকিয়ে রেখেছে থানায় যেতে দিচ্ছে না।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে শনিবার বিকাল ৫টা পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

এবিষয়ে প্যানেল চেয়ারম্যান আসমা তারা বলেন,আরিফ হোসেনকে কেউ মারধর করেনি। পড়ে গিয়ে আহত হয়েছে। টাকা চাওয়ার বিষয়টি সত্য না।

গাংনী হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা: আবীর বলেন,আরিফ হোসেনের মাথায় আঘাত জনিত কারনে মাথা ফেটে গেছে। এছাড়া তার শরীরে মারধরের আঘাতে চিহৃ রয়েছে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন,ঘুষদাবি ও ভ্যান চালকের মাথা ফাটিয়ে দেওয়ার বিষয়টা দু:খ জনক। অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। এছাড়া গত ১৩ জানুয়ারী প্যানেল চেয়ারম্যান আসমাতারার বিরুদ্ধে সেচ্ছাচারিতা ও স্বজনপৃতী সহ নানা অভিযোগের বিষয়ে যে অনাস্থা জানিয়ে ইউপি সদস্যরা সেটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন