আমঝুপি অফিস:
আমঝুপি ইসলাম নগরে আন নূর ইসলামী একাডেমি হাফেজিয়া বালক বালিকা মাদ্রাসায় পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠান
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ইসলাম নগরে আন নূর ইসলামী একাডেমি হাফেজিয়া বালক বালিকা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বার্ষিক অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ই ফেব্রুয়ারি) সকাল ১০টায় আন নূর ইসলামী একাডেমি হাফেজিয়া বালক বালিকা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে আন নূর ইসলামী একাডেমী হাফিজিয়া বালক বালিকা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর সভাপতি মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভাবে আসবে মেহেরপুর জেলা সহকারি শিক্ষা অফিসার মাওলানা আব্দুর রহিম।
আন নূর ইসলামী একাডেমী হাফিজিয়া বালক বালিকা মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের প্রধান শিক্ষক সিলনের সঞ্চালনায়
এছাড়া উপস্থিত ছিলেন ইসলামনগর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও অত্র প্রতিষ্ঠানের সদস্য পিয়ারুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ শফিকুল ইসলাম, অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ ওমর ফারুক, হাফেজ কারী হযরত আলী সাহেব সহ মাদ্রাসার ছাত্রছাত্রীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়া, অতিথিরা শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং প্রতিষ্ঠানটির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।