আমঝুপি অফিস:
গাংনীতে অবৈধ স্যালো ইঞ্জিন চালিত লাটা হাম্বার গাড়ীর ধাক্কায় এক ইটভাটা শ্রমিক নিহত।
মেহেরপুরের গাংনীতে অবৈধ স্যালো ইঞ্জিন চালিত লাটা হাম্বার গাড়ীর ধাক্কায় রায়হান ইসলাম (৪৫) নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার পিরতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার গড়ায় টুপি গ্রামের বাজারপাড়ার মুনসুর আলীর ছেলে। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার পিরতলা গ্রামের মধ্যপাড়ার মোজেম মালিথার জামাতা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,রায়হান সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় দ্রুতগতির অবৈধ শ্যালোইঞ্জিন চালিত লাটা হাম্বা গাড়ী তাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় সে গুরুতর ভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”