নিজস্ব প্রতিবেদক:
ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার লক্ষ্যে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার দুপুরে ছাত্র—জনতার উদ্যোগে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীদের ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে’, আশ্বাস নয়, আইনের বাস্তবায়ন চাই’, তুমি কে, আমি কে আছিয়া আছিয়া, ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে’, ইত্যাদি স্লোগান ও প্ল্যাকার্ড হাতে দেখা যায়। মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তরা বলেন, আইন—শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার কারণে ধর্ষণকারীরা বারবার ছাড় পেয়ে গেছে। বক্তারা বলেন, ধর্ষণকারীদের ঠিকানা এ বাংলায় হবে না। প্রশাসন যদি চুপ করে বসে থাকে তাহলে দেশের জনতাকে ধর্ষণকারীদের ধরে জনসমক্ষে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন তা দেখে আর যেন কেউ নারীদের দিকে কুদৃষ্টিতে তাকাতে সাহস না পায়। স্বাধীন বাংলায় নারী কোনো ভোগের পণ্য নয় যে, যখন ইচ্ছা তখনই তাদের ধর্ষণ করা যাবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে ফিরে না আসলে দেশের কেউ নিরাপদে থাকতে পারবে না।
মানববন্ধন কর্মসূচি শেষে শুধু মাগুরার আছিয়ায় নয়, দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক সময়ে যেসব ধর্ষণের ঘটনা ঘটেছে, তার সুষ্ঠু তদন্ত এবং দ্রুততম সময়ের মধ্যে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দেখতে চান তাঁরা। ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তাঁরা। মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্য সচিব মুজাহিদ ইসলাম, অ্যাড. মিজানুর রহমান, খন্দকার মুইজ, দিলারা জাহানসহ আরও অনেকে বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করে মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।