নিজস্ব প্রতিনিধি:
মানবিক সাহায্যের আবেদন।
আপনাদের একটু আর্থিক সহযোগিতা আননাফ সুস্থ হয়ে উঠতে পারে।
(আপনাদের সকলের সহযোগিতায় ২০/৮/২০২১ সন্ধ্যা পর্যন্ত ৩ লক্ষ ৪২ হাজার ৯৩২ টাকা সহযোগিতা পেয়েছি)। যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১২ লক্ষ টাকা।
আমার মেজো আব্বার ছেলে আননাফ (বয়স ৭) দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আননাফের চিকিৎসার জন্য বিপুল পরিমান অর্থের প্রয়োজন, যা বহন করা তার গরিব পিতার পক্ষে সম্ভবপর নয়।
শিশু আননাফকে বাঁচাতে আপনাদের সকলের আন্তরিক সাহায্যের প্রয়োজন। আননাফের সুচিকিৎসার জন্য নিম্নোক্ত একাউন্ট এ আর্থিক সহায়তা প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। যারা এ পর্যন্ত সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আননাফের সুস্থতার দোয়া কামনা করছি
০১৮২৯০০৮০৯০ – বিকাশ)
অথবা
০১৮২০৯৫৭২৭২ – (নগদ)
২২০২৫০২২৮২০০১ (সিটি ব্যাংক)
আবেদক-
মোঃ মিজানুর রহমান সাংবাদিক
মেহেরপুর।