মহেশপুর প্রতিনিধি হাসান আলী:
ঝিনাইদহের মহেশপুরে বুধবার রাতে আনুমানিক সময় ৮টা ৩০মিনিটে থানা পুলিশের কটি চৌকশ দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে ১কেজি গাঁজা সহ ১ জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে প্রকাশ,মহেশপুর থানাধীন দাড়িয়ারপুর গ্রামস্থ মহেশপুর হতে ভৈরবাগামী পাকা সড়কে জনৈক মোঃ ফজলুল হক এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ০১ (এক) কেজি গাঁজা সহ আসামী মোঃ মোস্তফা বারী (৪৫), পিতা মৃত সলেমান বারী, সাং-দাড়িয়ারপুর (বটতলা পাড়া), থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করেন। ধৃত আসামীর সহযোগী অপর আসামী মোঃ শাহীনুর রহমান (৩০), পিতা- মোঃ আতাব্বর, সাং-সস্তা (ঢাকাইলে পাড়া) , থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। এই সংক্রান্তে মহেশপুর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।