মেহেরপুর প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২১ আগস্ট মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি ফরহাদ হোসেন দোদুল।
আলোচনা সভায় অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলক কুমার দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, কৃষি অফিসার নাসরিন আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে পৌঁছালে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এবং উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।