Home » কালাচাঁদপুর ভ্রমণ কমিটির আলোচনাসভা অনুষ্ঠিত

কালাচাঁদপুর ভ্রমণ কমিটির আলোচনাসভা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
253 ভিউজ

নিজস্ব প্রতিবেদকঃ

কালাচাঁদপুর ভ্রমণ কমিটির আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭/৮/২১ইং) সন্ধ্যা সাড়ে ৭টার সময় মেহেরপুর সদর উপজেলা ও মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কালাচাঁদপুর-এ ভ্রমণ পিপাসু আহসান হাবিব (হাসান) এর সভাপতিত্বে এবং এম.সোহেল রানা’র সঞ্চালনায় কালাচাঁদপুর ভ্রমণ কমিটির “এমএসআর কম্পিউটার এন্ড টেলিকম” অস্থায়ী কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনার আলোচ্য বিষয় ছিলো- পর্যটক হিসাবে বিভিন্ন জেলার দর্শনীয় স্থানের নাম প্রস্তাব।

কালাচাঁদপুর ভ্রমণ কমিটি প্রতি বছরের ন্যায় দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে আগামী বছর অর্থাৎ ২০২২সালে কোন স্থানে ভ্রমণে যাওয়া যায় সেই স্থানের নাম প্রস্তাবনা এবং সেই জেলাতে পর্যটক হিসাবে কি কি দর্শনীয় স্থান রয়েছে তার পর্যবেক্ষণ ও উপস্থাপন করা হয়। ২০২২সালে পর্যটক জেলা হিসাবে বাংলাদেশের বিভিন্ন জেলার নাম প্রস্তাব ও উপস্থাপন করা হয়। তার মধ্যে অস্থায়ী ভাবে প্রস্তাবিত পর্যটক ও দর্শনীয় জেলার নাম “ময়মনসিংহ”কে সিলেকশনে রাখা হয়েছে। এবং কালাচাঁদপুর ভ্রমণ কমিটির উপস্থিত সদস্যদের প্রস্তাবে কালাচাঁদপুর ভ্রমণ কমিটির পরিকল্পনা, পরিচালনা ও বাস্তবায়নকল্পে ৬ সদস্য বিশিষ্ট্য সাব-কমিটি গঠণ করা হয়েছে।
ভ্রমণ বাস্তবায়ন সাব-কমিটিতে প্রধান করা হয়- মোঃ আহসান হাবিব (হাসান),
সহযোগী হিসাবে থাকবেন- এম.সোহেল রানা, মোঃ বদর আলী, মোঃ শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম স্বপন, মোঃ মাহফুজ রেজা প্রমূখ।
ভ্রমণ বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত পর্যবেক্ষণ ও আলোচনা সাপেক্ষে পরবর্তিতে ভ্রমণের জেলা ও পর্যটক স্থানের নাম যথাসময়ে সকল ভ্রমণ পিপাসু সদস্যদের জানিয়ে দেওয়া হবে।

কালাচাঁদপুর ভ্রমণ কমিটির আলোচনা সভাতে উপস্থিত ছিলেন- আহসান হাবিব (হাসান), এম. সোহেল রানা, বদর আলী, সুফল মিয়া, কাবিরুল ইসলাম, আলহামদু, শরিফুল ইসলাম, সেলিম রেজা, মাফুজ রেজা, নাহিদ হাসান, সজল, জাহিদ হাসান স্বপন প্রমূখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন