Home » ঠাকুরগাঁওয়ে উপজেলা শিল্পকলা একাডেমির নতুন ভবনের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে উপজেলা শিল্পকলা একাডেমির নতুন ভবনের উদ্বোধন

কর্তৃক xVS2UqarHx07
183 ভিউজ

ঠাকুরগাঁও প্রতিনিধি আলমগীর:

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা শিল্পকলা একাডেমির নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৭ আগষ্ট) বিকেলে ফিতা কেটে ঠাকুরগাঁও সদর উপজেলা শিল্পকলা একাডেমির নতুন ভবন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি (পদাধিকার বলে) ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব (এডহক কমিটি) বিধান চন্দ্র দাস এর সঞ্চালনায় উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জবেদ আলী প্রমুখ।

এসময় উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অস্বচ্ছল শিল্পীদের অনুদানের টাকা প্রদান করছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন
আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে সাংস্কৃতিক মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত উপজেলা পর্যায়ের দশজন অস্বচ্ছল শিল্পীকে জন প্রতি দুই হাজার পাঁচশত টাকা করে প্রদান করা হয়।

উল্লেখ্য, ইতিপূর্বে উপজেলা শিল্পকলা একাডেমি, ঠাকুরগাঁও সদর অতিকষ্টে জনাকীর্ণ একটি রুমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিলো বিষয়টি অবহিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন উপজেলা পরিষদের পুরাতন বিল্ডিংয়ের ৩য় তলাটি উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম পরিচালনার জন্য বরাদ্দ দেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন