Home » কুমারখালীতে চোলাই মদসহ হরিজন পল্লীর ২ মাদক ব্যবসায়ী আটক

কুমারখালীতে চোলাই মদসহ হরিজন পল্লীর ২ মাদক ব্যবসায়ী আটক

কর্তৃক xVS2UqarHx07
204 ভিউজ

কুমারখালী প্রতিনিধি এম এ শাহিন হোসেন:

কুষ্টিয়ার কুমারখালীর হরিজন পল্লীর ২ মাদক ব্যবসায়ীকে চোলাই মদসহ আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে কুমারখালীর মুল বাজারের বড় মসজিদ গলি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ২১ লিটার চোলাই মদ(বাংলা মদ) উদ্ধার করা হয়েছে।

আটককৃত দুজন কুমারখালী পৌরসভার হরিজন পল্লীর মৃত দুলাল বাঁশফোড়ের ছেলে রাম বাবু (২৫) এবং মৃত মহেশ বাঁশফোড়ের ছেলে শ্যাম বাবু (২৬)।

পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত কুমারখালী হরিজন পল্লীতে বিভিন্ন ধরনের মাদকের রমরমা ব্যবসা পরিচালনা করছে হরিজন সম্প্রদায়ের কয়েকজন। অনেক চেষ্টা করার পরও তাদের মাদকসহ আটক করা সম্ভব হচ্ছেনা। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামাল সঙ্গীয় পুলিশ নিয়ে উল্লেখিত দুজন মাদক ব্যবসায়ীকে চোলাই মদ সহ আটক করে।

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিব হাসান জানান, চোলাই মদ সহ দুজনকে আটক করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন