Home » ঠাকুরগাঁওয়ে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ

ঠাকুরগাঁওয়ে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
188 ভিউজ

ঠাকুরগাঁও প্রতিনিধি মোঃ আলমগীর:

ঠাকুরগাঁওয়ে করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়া এক হাজার অসহায় পরিবারের মাঝে ত্রাণ হিসেবে খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অফিসার্স কল্যাণ সমিতি।

রবিবার (২৯ আগষ্ট) বিকেল সাড়ে পাঁচটায় ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সহায়তা বিতরণ করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, উত্তরাঞ্চল, রংপুর এর প্রধান প্রকৌশলী ও ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান জ্যোতি প্রসাদ ঘোষ।

এসময় ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের সার্কেল তত্বাবধায়ক প্রকৌশলী মোখলেসুর রহমান, নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (মেকানিক্যাল) ইমতিয়াজ আহমেদ, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: জাকারিয়া প্রামাণিক, জেলা থ্রি-হুইলার মালিক সমিতির সভাপতি ইন্দ্রজিৎ গুহ ঠাকুরতা রিংকু সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এসময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলকার প্রতিবন্ধী, অস্বচ্ছল, কর্মহীন শ্রমিক, স্বামী পরিত্যাক্তা, বিধবা এমন প্রকৃতির এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, আলু ও সাবান বিতরণ করা হয়।

ত্রাণ পেয়ে খুশি হয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অফিসার্স কল্যাণ সমিতির সকলের জন্য দোয়া কামনা সহ তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান অসহায় ও শ্রমজীবি মানুষেরা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন