আজকের মেহেরপুর ডেক্স:
বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যুর মাত্র ৯ দিনের মাথায় আবারো একই বাড়িতে বিদ্যুৎপৃষ্ঠ’র ঘটনা ঘটেছে। বিদ্যুৎস্পৃষ্টে লুৎফর রহমান নামের এক শ্রমিক দগ্ধ হয়েছে। তাকে মুমূর্ষ অবস্থায় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার বেলা ১১ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের সবেদ মীরের ছেলে বদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত শ্রমিক লুৎফর রহমান জুগিন্দা গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
জানা গেছে বদর বাড়িতে কাজ করার সময় গত ২৭ আগস্ট বিদ্যুৎপৃষ্ট হয়ে মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের আমির হোসেন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছিল।ওই ঘটনার পর থেকে বাড়ির মালিক বদা তার বাড়ির কাজ বন্ধ রেখেছিলেন। শনিবার পুনরায় কাজ শুরু করার পর রবিবার বেলা ১১ টার দিকে বদা তার দ্বিতীয় তলার কাজ শুরু করেন। এসময় ঢালাই কাজ চলাকালীন শ্রমিক লুৎফর রহমান বিদ্যুৎপৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। তাকে মুমূর্ষ অবস্থায় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।