দামুড়হুদা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক:
দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখ পাড়ায় মোটর সাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে এক জন নিহত হয়েছে।
নিহতরা হলেন দামুড়হুদা উপজেলার জয়রামপুর চৌধুরী পাড়ার গ্রামের রাজা মোল্লা ছেলে মোটরসাইকেল চালক মো. রানা আলী(১৮) বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপর ১টার দিকে।
দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর চৌধুরী পাড়া গ্রামের রানা আলী
মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে দামুড়হুদা দিকে যাচ্ছিলেন। এসময় চুয়াডাঙ্গা টু দর্শনা মেন সড়কের জয়রামপুর শেখ পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়।
মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটর সাইকেল চালক রান আলিকে মৃত ঘোষণা করেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।