Home » গাংনীতে তিনটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

গাংনীতে তিনটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

কর্তৃক xVS2UqarHx07
373 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

এমপি সাহিদুজ্জামান খোকন মেহেরপুরের গাংনী উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শুরু হয়ে দুপুর পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলার বিভিন্ন প্রান্তে এসব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন। উদ্বোধন ঘোষণা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন ২০১৯-২০২০ অর্থবছরে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কালভার্ট মেরামত কর্মসূচী প্রকল্পের আওতায় বামন্দি (আরএইচডি) হতে নওদাপাড়া জিসি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যার চুক্তিমূল্য ৮৭,০২,৯৩২ টাকা।

বৃহত্তর কুষ্টিয়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (GKRDP) প্রকল্পের আওতায় পীরতলা হাট হতে নাটনাপাড়া ঘাট পর্যন্ত পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ। যার প্রকল্পিত ব্যয় ১,৫৭,৪৬,৪৮৩ টাকা, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এলজিইডি।

বৃহত্তর কুষ্টিয়া জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (GKRDP) এর আওতায় রাইমনতলা হতে মহব্বতপুর গ্রাম পর্যন্ত সড়ক উন্নয়নের কাজ ১,২৮,০৭,৮৮৩ টাকা, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এলজিইডি।

পরে সহড়াবাড়িয়া গ্রামে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

এ সময় জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন