Home » দামুড়হুদা মুন্সিপুর সীমান্তে সাড়ে ২২ কেজি রূপার গহনা জব্দ

দামুড়হুদা মুন্সিপুর সীমান্তে সাড়ে ২২ কেজি রূপার গহনা জব্দ

কর্তৃক xVS2UqarHx07
239 ভিউজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক:

চুয়াডাঙ্গার সাড়ে ২২ কেজি রূপার গহনা জব্দ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে সাড়ে ২২ কেজি ওজনের রূপার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা রূপার বর্তমান বাজার মূল্য ২৯ লাখ টাকা বলে জানিয়েছেন বিজিবি।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে এই রূপার গয়না জব্দ করা হয়।

লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জান জানান, দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্তের ৯৩ নং মেইন পিলার থেকে ১০০ গজ ভেতরে বাংলাদেশের ধারমারা নদী দিয়ে তিনজন অজ্ঞাত ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিলেন। এ সময় বিজিবির মুন্সীপুর বিওপির কমান্ডার হাবিলদার গফফার ওই তিনজনকে চ্যালেঞ্জ করেন। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যান তারা। পরে তাদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ২২ কেজি ৭০০ গ্রাম রূপার তৈরি গহনা উদ্ধার করে বিজিবি।

তিনি আরও জানান, জব্দ করা রূপার গয়না দামুড়হুদা থানায় জমা দেওয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন