আজকের মেহেরপুর ডেক্স:
মুজিবনগরে ২টি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। শনিবার দুপুর ১ টা ৩০ মিনিটের উপজেলা গেট-থানা গেটের মাঝামাঝি এ দূর্ঘটনা ঘটে।
এতে করে ৪ জনের ভিতরে ২ জন গুরুতর আহত হওয়ায় তাদের দুইজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আহতরা হলেন, জয়পুর হাটের দিলিপ হরিজনের ছেলে বকুল (২৭),মেহেরপুর বামনপাড়ার অজয়ের ছেলে তাপস(২২),মেহেরপুর হালদার পাড়ার সোহেলের ছেলে রামা(২০) ও মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের নাসির উদ্দীনের ছেলে মফিজুল(২৭)।
জানা গেছে,মফিজুল মুজিবনগর থেকে তার নিজ গ্রাম পুরন্দরপুরে মটরসাইকেলে করে একা একা যাচ্ছিলো।অপরদিক থেকে মেহেরপুরের দিক থেকে বকুল,তাপসও রামা মটরসাইকেলবেগে মুজিবনগরের দিকে দ্রুত গতিতে যাওয়ার সময় মফিজুলের গাড়ির সাথে ধাক্কা লাগলে সকলেই মাটিতে লুটিয়ে পরে। পরে মুজিবনগর থানার এস আই ইকবাল ও এএসআই আক্তার দেখতে পেয়ে দ্রুত মুজিবনগর স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের ভিতর মফিজুল অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।