Home » ১৩ প্রতিমন্ত্রীর ক্ষমতা একধাপ বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী

১৩ প্রতিমন্ত্রীর ক্ষমতা একধাপ বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী

কর্তৃক xVS2UqarHx07
639 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

রুলস অব বিজনেস অনুযায়ী ১৩ প্রতিমন্ত্রীর ক্ষমতা একধাপ বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেসব মন্ত্রণালয় ও বিভাগে প্রতিমন্ত্রী রয়েছেন এবং মন্ত্রীর দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে এমন মন্ত্রণালয়গুলোর ১৩ প্রতিমন্ত্রীর এই ক্ষমতা বৃদ্ধি পেলো।

এর ফলে এখন থেকে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটিতে কোনো প্রস্তাব পাঠাতে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীদের প্রধানমন্ত্রীর অনুমোদন নিতে হবে না। প্রতিমন্ত্রীরা সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাব পাঠাতে পারবেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

জানা যায়, প্রধানমন্ত্রীর কাজের চাপ কমাতে রুলস অব বিজনেস অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এই পরিপত্রে বলা হয়েছে, যে সকল মন্ত্রণালয়/বিভাগে প্রতিমন্ত্রী নিয়োজিত আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ওই মন্ত্রণালয়/বিভাগের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন সেসব মন্ত্রণালয়/বিভাগের সরকারি ক্রয়সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত প্রস্তাব সরাসরি প্রতিমন্ত্রীর অনুমোদনে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপনের ক্ষমতা নির্দেশক্রমে অর্পণ করা হলো। এই মন্ত্রণালয়গুলো হলো- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, গৃহায়ণ ও পূর্ত মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ধর্ম মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের কারণে এক দিকে যেমন প্রধানমন্ত্রীর কাজের চাপ কমবে তেমনি মন্ত্রণালয়গুলোর কাজের গতিও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্রঃ একাত্তর টিভি

০ মন্তব্য

You may also like

মতামত দিন