Home » বাংলাদেশ পুলিশের নামে ভুয়া ফেইসবুক পেইজ ও গ্রুপ খোলার অপরাধে দুই যুবক গ্রেফতার

বাংলাদেশ পুলিশের নামে ভুয়া ফেইসবুক পেইজ ও গ্রুপ খোলার অপরাধে দুই যুবক গ্রেফতার

কর্তৃক xVS2UqarHx07
251 ভিউজ

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:

ঝিনাইদহে বাংলাদেশ পুলিশের নামে একটি ভুয়া ফেইসবুক পেইজ ও গ্রুপ খোলার অপরাধে আনারুল ইসলাম (১৯) ও মেহেদী হাসান (১৯) নামে দু’যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করাসহ আদলতে সোর্পদ করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়েছে।

গ্রেফতারকৃত আনারুল ইসলাম কালীগঞ্জের দক্ষিণ রঘুনাথ গ্রামের ওসমান আলীর ছেলে এবং মেহেদী হাসান একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।বেশ কিছুদিন ধরে বাংলাদেশ পুলিশের নামে একটি ভুয়া ফেইসবুক পেইজ ও গ্রুপ খুলে ব্যবহার করছিল একটি প্রতারক চক্র।তাদের ওই পেইজের সদস্য সংখ্যা ৩১ হাজার।

তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পুলিশের নিয়োগসহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছিল।খোঁজ নিয়ে কালীগঞ্জের বারোবাজার এলাকায় তাদের অবস্থান সনাক্ত করা হয়।তারা প্রত্যেকে ৪/৫টি করে ভুয়া ফেইসবুক আইডি ও ৪/৫ টি করে ই-মেইল আইডি চালায়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন