আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুরের গাংনীতে দেড় কেজি গাঁজাসহ মারফত আলী(৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।আজ বিকেল সাড়ে ৪ টার দিকে তাকে আটক করে।আটককৃত মারফত আলী উপজেলার ঘোড়াঘাট গ্রামের ইনারুল ইসলাম এর ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলা সহড়াতলায় গ্রামের মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক তরিকুল ইসলামের নেতৃত্বে এসআই অজয় কুমার কুন্ডু,এএসআই হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে দেড় কেজি গাঁজাসহ মারফত আলীতে আটক করে।তিনি জানান, আটককৃত মারফত আলীর বিরুদ্ধে হত্যা,ডাকাতি ও মাদকসহ ৬টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।আটককৃত মারফত আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক আদালতে প্রেরণ করা হবে।