চুয়াডাঙ্গা প্রতিনিধি জাহাঙ্গীর আলম:
চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী ভি,জে সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রদের নবীন বরণ অনুষ্ঠান।
আজ শনিবার ১৮ সেপ্টেম্বর দীর্ঘদিন পর স্কুলে আসতে পেরে ছাত্রদের মধ্যে আবেগ এবং উচ্ছ্বাসে ভরপুর ছিল। অতিথিদের বক্তব্য প্রদানের সময় তাদের মনোযোগই বলে দেয় তারা স্কুলে আসার জন্য কতটা উদগ্রীব ছিল। নবীন বরণ অনুষ্ঠানে স্কুলের সভাপতি করেন,চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদের ফুল এবং উপহার দিয়ে বরণ করে নেন। জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার। ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভি,জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, চুয়াডাঙ্গা। এছাড়াও স্কুলের সকল সম্মানিত শিক্ষক মন্ডলী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।