Home » ফেন্সিডিল রাখার অভিযোগ মাদক ব্যবসায়ীর ৬ বছরের সশ্রম কারাদণ্ড

ফেন্সিডিল রাখার অভিযোগ মাদক ব্যবসায়ীর ৬ বছরের সশ্রম কারাদণ্ড

কর্তৃক xVS2UqarHx07
459 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

ফেন্সিডিল রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় আজিম নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ বছর সশ্রম কারাদণ্ড,৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুরে স্পেশাল ট্রাইবুনাল ২য় আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত আজিম জয়পুরহাট জেলার রাঘবপুর গ্রামের সামাদ আলী ছেলে।

মামলার বিবরণে জানা গেছে ২০১৫ সালের ৩১ মে গাংনী উপজেলার পীরতলা ক্যাম্পের এএস আই সুবির রায় গোপন সূত্রে খবর পেয়ে কাজিপুর বামুন্দি সড়কের বালিরঘাট নামক স্থান থেকে আজিমকে গ্রেপ্তার করে। এ সময় তার নিকট থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ওই ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। যার এইটিসি নং ১৯৩/১৫। জি আর কেস নং ৯৪/১৫ পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন