Home » মহেশপুরে আর্সেনিক প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মহেশপুরে আর্সেনিক প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
405 ভিউজ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিদিধি মোঃ হাসান আলী:

বৃহস্পতিবার সকালে মহেশপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে আর্সেনিক প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মামুনুল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ময়জুদ্দীন হামীদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএন্ডএফপিও ডা. হাসিবুস সাত্তার জমির, জনস্বাস্থ্য প্রকৌশলী হাসানুজ্জামান,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা প্রমুখ।

এআরআরপি প্রকল্পের আওতায় কর্মসূচিটি বাস্তবায়িত হবে।

বক্তারা বলেন, আর্সেনিক কোনো সংক্রামক বা ছোঁয়াচে রোগ নয়, তাই আতঙ্কিত না হয়ে চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও গ্রাম পর্যায়ে আর্সেনিক থেকে মুক্ত থাকার জন্য পদক্ষেপ নিতে হবে। সরকারি ও বেসরকারি সহায়তা বৃদ্ধি করতে হবে।

খাবার পানির মাধ্যমে আর্সেনিক মানুষের শরীরে প্রবেশ করে, সেকারনে আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানি পান করতে হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন