Home » কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
175 ভিউজ

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:

বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন। কিছুক্ষণ পরেই গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হবে ৯ম শ্রেণিতে পড়–য়া স্কুলছাত্রীকে। এরই মধ্যে ম্যাজিস্ট্রেটের হানা। কনের বিয়ের বয়স না হওয়ায় বর ও কনের অভিভাবককে করা হয় ১ লক্ষ টাকা জরিমানা।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসানহাটি গ্রামে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার।

কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাসানহাটি গ্রামের আক্তার আলীর স্কুল পড়–য়া মেয়েকে বিয়ে দেওয়ার আয়োজনের খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে বয়স কম হওয়ায় বর জীবননগর উপজেলার সবুজ মিয়াকে ৫০ হাজার ও মেয়ের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাল্য বিবাহ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন