Home » গাংনীতে ট্রাকের চাপায় পা হারালেন এক বৃদ্ধা নারী

গাংনীতে ট্রাকের চাপায় পা হারালেন এক বৃদ্ধা নারী

কর্তৃক xVS2UqarHx07
209 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মেহেরপুরের গাংনীতে ট্রাকের চাপায় পা হারালেন রুপালী খাতুন (৬০) নামের এক বৃদ্ধা নারী। শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বাওট গ্রামের নির্মাণাধীন জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুপালী খাতুন আকুবপুর গ্রামের আব্দুল বারেকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাওট গ্রামের জামে মসজিদ এলাকায় রুপালী খাতুন নামের এক বৃদ্ধা পাকা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া- মেহেরপুর মহাসড়কে কুষ্টিয়ার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধা রুপালী খাতুনকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় বৃদ্ধা পাকা রাস্তার উপর লুটিয়ে পড়লে ট্রাকের চাকা তার ডান পায়ের উপর দিয়ে চলে যায়। স্থানীয়রা ঘাতক ট্রাক ও হেল্পারকে আটক করলেও ড্রাইভার সুকৌশলে পালিয়ে যায়। ট্রাকের রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট- ২৪-০১০৩.
স্থানীয়রা বৃদ্ধা রুপালী খাতুনকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন