মেহেরপুর জেলা প্রতিনিধি এম. সোহেল রানাঃ
শুক্রবার (২৪ সেপ্টেম্বর-২১ইং) বিকাল সাড়ে ৪ঘটিকায় মেহেরপুর সরকারি মহিলা কলেজ লাইব্রেরিতে উপস্থিত সদস্যদের প্রস্তাবনা ও সর্বসম্মতিতে মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে “সূর্যোদয় আবৃত্তি সংসদ” নামক সংগঠণের ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠণ ও তার আত্মপ্রকাশ করা হয়। “সূর্যোদয় আবৃত্তি সংসদ” নামক কমিটিতে সভাপতি প্রফেসর মোঃ রফিকুল ইসলাম এবং মোঃ নূর আলম সাধারণ সম্মাদক মনোনিত করা হয়। আত্মপ্রকাশিত “সূর্যোদয় আবৃত্তি সংসদ” এর সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় আলোচনাসভা অনুষ্ঠানে উপস্থিত কবি ও সাহিত্যিকরা স্বরচিত কবিতা পাঠ করে শুনান।
মেহেরপুরে “সূর্যোদয় আবৃত্তি সংসদ” নামক সংগঠণের আত্মপ্রকাশ ও আলোচনাসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, নূর রহমান, আবুল হাসেম, মেহের আমজাদ, উবাইদুর রহমান, আবু লায়েছ লাভলু, নূর হোসেন, এস.এম. এ মান্নান, এম. সোহেল রানা, মোহাম্মদ মহাসীন, তৌফিকুর রহমান, সাজ্জাদ হোসেন, শফিকুর রহমান সেন্টু, সুলতানা রাজিয়া, শাহিনুর রহমান খাঁন, শরিফুল ইসলাম, নাসির উদ্দিন, নূর আলম, জাহিদ ইকবাল লিমন, এস. এম. আসাদুল ইসলাম খোকন প্রমুখ।