Home » হরিণাকুণ্ড উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে পিটিয়ে জখম

হরিণাকুণ্ড উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে পিটিয়ে জখম

কর্তৃক xVS2UqarHx07
219 ভিউজ

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:

হরিণাকুন্ডু উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি জাফিরুল ইসলামকে দুর্বৃত্তরা পিটিয়ে জখম করেছে। সোমবার বিকাল পৌনে চারটার সময় হরিনাকুন্ডু শহরের উপজেলা পরিষদ মোড়ে এই ঘটনা ঘটে। জাফিরুল ইসলাম পার দখলপুর উত্তর পাড়া গ্রামের গোলাপ আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে মোটরসাইকেল যোগে জাফিরুল ইসলাম উপজেলা প্রেস ক্লাবে যাওয়ার সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাঁর উপরে হামলা চালায়। আহত জাফিরুল কে উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হরিনাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, প্রেসক্লাব পলিটিক্স নিয়ে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করেন। তিনি বলেন এ বিষয়ে এখনও তিনি কোনো অভিযোগ পাননি। আহত জাফরুল ইসলাম জানিয়েছেন তার কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি হামলার সঙ্গে কতিপয় সাংবাদিক জড়িত বলে অভিযোগ করেন।

অন্যদিকে হরিনাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি সাইফুজ্জামান তাজু বলেছেন সম্প্রতি এক ইউপি সদস্যের কাছে চাঁদা দাবির ঘটনা নিয়ে এই হামলা হয়েছে। এ ঘটনার সাথে কোন সাংবাদিক জড়িত নয়। হরিণাকুন্ডু উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক বিশ্বাস জানান এ ঘটনায় তারা মঙ্গলবারে মানববন্ধন ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি ঘোষণা করবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন