Home » প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
235 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তাঘাট সহ দেশের ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন, গ্রামে গ্রামে কমিউনিটি হেলথ সেন্টার করেছেন, মানুষের চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। তিনি শিশুরা ও মায়েরা সেখান থেকে বিনামূল্যে ঔষধ সংগ্রহ করছেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য যেভাবে চিন্তা করছেন, মানুষের উন্নয়নের জন্য যেভাবে কাজ করছেন যা বিগত কোন সরকারি করেনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মঙ্গলবার বিকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হল মিলনায়তনে, মেহেরপুর জেলা যুবমহিলা লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সম্পাদিকা এডভোকেট রুত সেভা মন্ডলের সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তুলেছেন।

মোনালিসা ইসলাম বলেন, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছি। অনুষ্ঠানে মেহেরপুরের বিভিন্ন এলাকার ২ হাজার মহিলার মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

এদিকে শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং তাঁর পত্নী সৈয়দ মোনালিসা ইসলাম সেখানে কেক কাটেন। এসময় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা এডভোকেট রুত সোভা মন্ডল, সদর উপজেলা সভানেত্রী রোকসানা খাতুন রুনু, ইউপি সদস্য রোজিনা আক্তার, মুজিবনগর উপজেলা সভানেত্রী তকলিমা খাতুন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হেসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন