চুয়াডাঙ্গা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মানিক:
দামুড়হুদায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের সাথে আজ ( ২) অক্টোবর সকল ১০ টার দিকে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) ফেরদৌস ওয়াহিদের অফিস কক্ষে এই শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা শাখা সাংবাদিক দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ ( তদন্ত) আব্দুলা আল মামুন, পুলিশ পরিদর্শক অপারেশন সেলিম মোল্লা, এস আই রাজু।
জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা কমিটির সভাপতি আরিফুল ইসলাম মিলনের সভাপতিত্বে সাংবাদিকদের পক্ষ হইতে ফুলের তোড়া দিয়ে নবাগত ওসিকে – শুভেচ্ছা জানানো হয় ও শুভেচ্ছা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়,ক্রেস্ট পর্ব শেষে মতবিনিময় শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন।জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম দামুড়হুদা উপজেলা কমিটির সংগঠনের সিঃ সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম চন্চল, সহ-সভাপতি মোঃ আলমগীর সাধারণ সম্পাদক রকিবুল হাসান তোতা, যুগ্ম সম্পাদক মোঃ রানা,সাংগঠনিক সম্পাদক রাসেল আহাম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আসহাবুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দীন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, সহ-প্রচার সম্পাদক আনারুল ইসলাম, দপ্তর ও অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আরাফাত হোসেন,ইতিহাস বিষয়ক সম্পাদক আবদুল্লা, কার্যকরী সদস্য মোঃ ইমরান হোসেন।
নবাগত অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ সাংবাদিকদের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে বলেন,মাদকে জিরো টলারেন্স, কিশোর গ্যাং, বাল্য বিবাহ প্রতিরোধ,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দামুড়হুদা মডেল থানা পুলিশ বদ্ধ পরিকর।