ঝিনাইদহ প্রতিনিধি মোঃ রমজান আলী:
ঝিনাইদহ আদালতের মালখানায় বিস্ফোরণের ঘটনায় চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেড আদালত ও জেলা পুলিশের পক্ষ থেকে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (৩ অক্টবর) দুপুর দেড়টার দিকে ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মালখানায় ভয়াবহ বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে শফিকুল ইসলাম (২০) নামে একজন মিস্ত্রী মারা যান। আদালতের মালখানার বিস্ফোরণের ঘটনায় রোববার বিকালে ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতের পক্ষথেকে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেড বজেন্দ্র বিশ^াসকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। জেলা পুলিশের পক্ষথেকে অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সদর সার্কেল) আবুল বাশার-কে প্রধান করে আলাদা ভাবে তিন সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত পিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।