Home » গাংনীতে পাখি ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত-৩

গাংনীতে পাখি ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত-৩

কর্তৃক xVS2UqarHx07
187 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মেহেরপুরের গাংনীতে পাখি ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলা ভবানীপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পার গোয়াল গ্রামের মহাসিন জোয়াদ্দারের ছেলে নাসিম (১৫),তহিদুল ইসলামের ছেলে সাজু(২৪),ও একই গ্রামের রশিদ আলীর ছেলে সাচ্চু (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়,একটি অ্যাপাচি আরটিআর 4v গাড়ির দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রন হারিয়ে একটি পাখি ভ্যানকে সজোরে ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহীরা পাকা রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বামন্দি আল শেফা ক্লিনিক নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ভবানী ক্যাম্প ইনচার্জ এসআই কামাল জানান, এখন পর্যন্ত কোন সড়ক দুর্ঘটনার খবর আমাদের কাছে আসেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।

০ মন্তব্য

You may also like

মতামত দিন