নিজস্ব প্রতিবেদকঃ
মোংলা বন্দরে সিবিএ নির্বাচন উপলক্ষে বিভিন্ন বিভাগীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ অক্টোবর-২১) সন্ধ্যায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সিবিএ নির্বাচন-২০২১ কে কেন্দ্র করে বাগেরহাটের মোংলায় এক অনাড়ম্বর পরিবেশে বৃহত্তর ঢাকা বিভাগীয় কল্যাণ সমিতি, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, উত্তর বঙ্গ (রাজশাহী বিভাগ), যশোর, কুষ্টিয়া, বাগেরহাট নেতৃবৃন্দের মোর্চা গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই ঐক্য সাফল্যের, এই ঐক্য বিজয়ের,এই ঐক্য ভালোবাসার। কালের সাক্ষী হয়ে থাকলো শনিবারের শারদ সন্ধ্যা। মহিয়ান হয়ে থাকলো এই মানুষগুলো, মিলনের সেতু বন্ধন রচিত হলো নতুন করে। ইতিহাস হয়ে থাকলো এই মহেন্দ্র ক্ষণটি।
মোংলা বন্দরের জাহাজী সমিতির সভাপতি মান্নান মোল্লার সঞ্চালনায় আলহাজ্ব সাইজদ্দিন মিয়া ‘র সভাপতিত্বে নাসির মৃধা- পল্টু পরিষদের সাথে উত্তর বঙ্গ সমিতির একাত্মতা ঘোষণা করা হয়। এতে সকল বিভাগের পক্ষ থেকে উত্তর বঙ্গ সমিতির নেতৃবৃন্দ কে অভিনন্দন জানিয়ে বক্তব্য প্রদান করেন- বৃহত্তর ঢাকা বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি মোঃ জুবায়েদ হোসেন, বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, উপদেষ্টা সিদ্দিকুর রহমান উত্তর বঙ্গ সমিতির উপদেষ্টা সাইফুল ইসলাম, মতিয়ার রহমান, যশোর সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ইউনুস আলী, ঢাকা বিভাগের উপদেষ্টা লোকমান হোসেন, সিবিএ’র সাধারণ সম্পাদক পদপ্রার্থী খুরশিদ আলম পল্টু, সভাপতি পদপ্রার্থী নাসির মৃধা প্রমুখ।