মেহেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি জে. বি. এম. হাসান মেহেরপুর সফর করেছেন। বৃহস্পতিবার বিচারপতি জে. বি. এম. হাসান মেহেরপুর সফর করেন।
তিনি মেহেরপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় অন্যদের মধ্যে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, জিপি শাজাহান আলী, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, অতিরিক্ত পিপি আসাদুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।