Home » মুজিবনগরে পৃথক অভিযানে ফেন্সিডিল ও হেরোইনসহ আটক-২

মুজিবনগরে পৃথক অভিযানে ফেন্সিডিল ও হেরোইনসহ আটক-২

কর্তৃক xVS2UqarHx07
222 ভিউজ

আজকের মেহেরপুর ডেক্স:

মেহেরপুরের মুজিবনগরে পৃথক অভিযানে ২৫বোতল ফেন্সিডিল ও ১’শ ৫০গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি কটক করেছে থানা পুলিশ। শনিবার রাতে তাদের আটক করে। আটককৃতরা হলো,উপজেলার দারিয়াপুর ইউনিয়নের পুরন্দপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে রাজীব(৩৮) ও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের জুগিরপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে ফারুক হোসেন(৩৫)।

মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম জানান, মেহেরপুর মুজিবনগর উপজেলার ঢোলমারি গ্রামে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইকবাল এর নেতৃত্বে এএসআই নাজমুল,এএসআই আলিফ ও সঙ্গীয় ফোর্স নিয়ে ২৫ ফেনসিডিলসহ ফারুক হোসেনকে আটক করে।পরে দারিয়াপুর ইউনিয়নের পুরোন্দপুর এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই আলিম এর নেতৃত্বে এএসআই আক্তার ও সঙ্গীয় ফোর্স আরো একটি অভিযান চালিয়ে রাজিব হোসেনকে ১শ ৫০গ্রাম হেরোইনসহ আটক করে।তিনি আরো জানান, আটককৃত ফারুক হোসেন ও রাজিব হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেলহাজতে প্রেরণ করা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন