Home » মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
218 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে, মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে “নদী, নৌকা ও বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভায় জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মূখ্য উপদেষ্টা (মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা) ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক, গবেষক ও নাট্যকার ড. রতন সিদ্দিকী। অনুষ্ঠানে এছাড়াও জুমের মাধ্যমে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন